অফ পেজ এসইও কি ? কি কারনে করবেন?
- আপডেট সময় : 11:55:15 am, Tuesday, 5 April 2022 198 বার পড়া হয়েছে
অফ পেজ এসইও কি-আসসালামু আলাইকুম বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আলোচনা করব তা নিয়ে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক :
ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হলে অবশ্যই এসইও টা আপনাকে সঠিকভাবে করতে হবে।এসইও এর গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে অফ পেজ এসইও। আজকে এসইওর গুরুত্বপূর্ণ একটি পার্ট অফ পেজ এসইও সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব।
অফ পেজ এসইও কি ?
সাধারণত কোন ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম অনুযায়ী অপটিমাইজ করাকেই মূলত বলা হয়ে থাকে এসইও। আর আপনারা যখন এই এসইওর কাজ বা অপটিমাইজেশনের কাজটি করতে যাবেন তখন আপনাকে দুই ধরনের কাজ করতে হবে।
এসইওর দুইটি পার্ট রয়েছে।অনপেজ এসইও, অফ পেজ এসইও।অনপেজ এসইও হচ্ছে ওয়েবসাইট এর ভেতরে যে সকল কাজ করা হয়। আর অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে থেকে যে সকল এসইওর কাজ করা হয়।
অফ পেজ এসইও করার অনেক নিয়ম কানুন রয়েছে এবার আমি আপনাদেরকে নিচে অফ পেজ এসইও করার সেই সকল নিয়ম গুলো সম্পর্কে বলবো।তার আগে চলুন জেনে নেওয়া যাক অফ পেজ এসইও কেন করবেন-
অফ পেজ এসইও কি কারনে করবেন?
যারা ওয়েবসাইট চালিয়ে থাকেন তারা কমবেশি অনেকে জানেন ওয়েবসাইটের জন্য কতটা কার্যকরী। একটি ওয়েবসাইটকে রেঙ্ক করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
অর্থাৎ অফ পেজ এসইও ছাড়া আপনি কোনোভাবেই এসইও সম্পূর্ণভাবে করতে পারবেন না ওয়েবসাইটের।
অফ পেজ এসইও করার মাধ্যমে আপনার ওয়েবসাইট অন্যান্য ওয়েব সাইট গুলো থেকে গুগলে অনেক বেশি এগিয়ে থাকবে রেংকিং এর ক্ষেত্রে।
অর্থাৎ কোনো পোস্টকে রান করানোর জন্য পেজ এসইও করা খুবই জরুরি।আপনার ওয়েবসাইটের অফ পেজ এসইও করার ফলে ডোমেইনের রেটিং যদি খুবই ভালো হয়ে থাকে তাহলে খুব সহজেই অনপেজ এসইও না করেও পোস্ট রেঙ্ক করানো যায়।
ধরুন আপনি কষ্ট করে একটি পোস্ট লিখলেন এবং পোস্টটির সম্পূর্ণ অন পেজ এসইও করলেন তবুও আপনার পোস্টটি রেঙ্ক না করতে পারে শুধুমাত্র অফ পেজ এসইও না করার ফলে।
অফ পেজ এসইওর মাধ্যমে আপনারা ডোমেইন রেটিং বৃদ্ধি করতে পারবেন এবং আপনি যে কন্টেন্টটি লিখেছেন সেটি সুন্দর করে মার্কেটিং করতে পারবেন।
অফ পেজ এসইও কোন ওয়েবসাইটে করবেন ?
আমি আপনাদেরকে আগেই বলেছি যে অর্থের জেসিও হচ্ছে একটি ওয়েবসাইট রেংকিং করানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট।অফ পেজ এসইও খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন ওয়েব সাইটকে গুগলে র্যাংকিংয়ে আনার জন্য এবং পুরাতন ওয়েবসাইট গুলোর জন্য গুরুত্বপূর্ণ।
ই-কমার্স ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়ে থাকে। তারা তো সেই সকল পণ্যের তেমন অনপেজ এসইও করার সুযোগ পায় না। তাই তারা অফ পেজ এসইও করার মাধ্যমে একে অপরকে বিড করে থাকে।
তাহলে অবশ্যই বুঝতে পারছেন অফ পেজ এসইও গুরুত্ব ঠিক কতটা। তাহলে চলুন এবার জেনে নেয়া যাক কিভাবে আপনারা অফ পেজ এসইও করবেন সেই সম্পর্কেঃ-
অফ পেজ এসইও কিভাবে করবেন ?
এতক্ষণ আপনাদেরকে অফ পেজ এসইও সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম এবার আপনাদের সাথে আলোচনা করবো অফিসে কিভাবে করবেন সেই সম্পর্কে।অফ পেজ এসইও কয়েকটি বিষয়কে কেন্দ্র করে করা হয়। যেমনঃ-
১.লিংক বিল্ডিং
২.সোসিয়াল অথরিটি
৩.E-A-T
অফ পেজ এসইও সঠিকভাবে করার জন্য এ বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা উচিত। তাহলে চলুন এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ-
লিংক বিল্ডিং
লিংক বিল্ডিং কে অনেকে ব্যাকলিংক হিসেবে চিনে থাকেন। কিন্তু লিংক বিল্ডিং এবং ব্যাক লিংক এই বিষয়টা কিন্তু মোটেও এক নয়।অন্যের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের জন্য লিংক নেওয়া টাকে ব্যাকলিংক বা লিংক বিল্ডিং বলা হয়ে থাকে।
সেটা চাইলে আপনি তার কাছ থেকে যে কোন পেজের জন্য নিতে পারেন। অফ পেজ এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে লিংক বিল্ডিং। যেকোনো ওয়েবসাইটের জন্য লিংক বিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইটের জন্য লিংক বিল্ডিং গুরুত্বপূর্ণ হলেও সেটি আপনাকে আগে বুঝে করতে হবে না হলে আপনার ওয়েবসাইটের ক্ষতি হতে পারে।
আপনি যখন আপনার ওয়েবসাইটের সাথে ভালো ওয়েবসাইটের লিংক বিল্ডিং করবে তখন অটোমেটিক আপনার ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনি র্যাঙ্কিংয়েও অনেক সুবিধা পাবেন।
লিংক বিল্ডিং এর মধ্যেও অনেক ধরনের রয়েছে অর্থাৎ লিঙ্কবিল্ডিং কে কয় ভাগে ভাগ করা যায়। যেমন:-
Natural link
Manually build link
Self-created link
তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই তিনটি লিঙ্ক সম্পর্কে বিস্তারিত।
Natural link
যদি আপনার আর্টিকেলটি অনেক তথ্যবহুল হয় এবং আর্টিকেলটি পড়ে ইউজারদের ভালো লেগে থাকে। তাহলে তারা এই রিলেটেড যখন তাদের ওয়েবসাইটে পোস্ট করবে তখন আপনার ওয়েবসাইটের কিছু তথ্য কে তারা সোর্স হিসেবে ব্যবহার করতে পারে এবং আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারে। এটাকে মূলত বলা হয়ে থাকে natural link.একটি ওয়েবসাইটের জন্যে এই লিংকটি খুবই গুরুত্বপূর্ণ।
Manually build link
সাধারণত এই পদ্ধতিতে আপনাকে একটি ওয়েবসাইটের অর্থাৎ হাই অথরিটি ওয়েবসাইটে টাকা দিয়ে আপনাকে গেস্ট পোস্ট করতে হবে।অর্থাৎ সেই ওয়েবসাইটের রিলেটেড একটি পোস্ট আপনাকে করতে হবে এবং সেই পোস্টে আপনার সাইটের লিঙ্ক দিতে হবে। আর এটাকে মূলত বলা হয়ে থাকে manually build link.ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য এই লিংকটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
Self-created link
সাধারণত বিভিন্ন গেস্ট পোস্ট, ফোরাম পোস্ট , ব্লগ কমেন্টিং,এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের যদি কোনো ধরনের লিঙ্ক তৈরি করেন তাহলে তখন সেটি self created link হিসেবে গণ্য করা হবে। ওয়েবসাইটের জন্য এই লিংকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই লিঙ্ক যত বেশি থাকবে আপনার ওয়েবসাইটের ভ্যালু তত বাড়বে।
আশা করি আপনারা এই তিনটি লিঙ্ক সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। তবে প্রত্যেকেরই উচিত ওয়েবসাইটের ন্যাচারাল লিংকের উপর বেশি মনোযোগ দেওয়া।কোন ওয়েবসাইট তখনি আপনার ওয়েবসাইটের লিংক ন্যাচারাল লিংক করবে যখন আপনার কনটেন্ট খুবই ভালো হবে এবং সে পছন্দ করবে।
তাই অবশ্যই যখন কনটেন্ট লিখবেন হাই কোয়ালিটি সম্পন্ন একটি কনটেন্ট লেখার চেষ্টা করবেন। আপনার কনটেন্ট এর কোয়ালিটি যদি খুবই ভাল হয় তাহলে অবশ্যই আপনার পোস্টটি কে অনেকে ন্যাচারাল লিংক হিসেবে ব্যবহার করবে।
লিংক বিল্ডিং করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটের নিচের সাথে রিলেটেড নিস সাইটের সাথে লিংক বিল্ডিং করবেন। আপনি ধীরে ধীরে লিংক বিল্ডিং করবেন তাহলে গুগলের কাছে এই লিংকগুলোর গুরুত্ব থাকবে। যার ফলে খারাপ লিঙ্ক থেকে আপনি ওয়েবসাইটকে দূরে রাখতে পারবেন এবং এর ফলে স্পাম স্কোরও বেড়ে যাবে না।
তাই লিংক বিল্ডিং করার সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপর লিঙ্কবিল্ডিং নামতে হবে নাহলে আপনার ওয়েবসাইটের উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে।
শেষ কথা, আশা করি আজকের এই পোস্ট টি পড়ার মাধ্যমে অফ পেজ এসইও কি সেই সম্পর্কে আপনারা মোটামুটি কিছুটা ধারণা পেয়েছেন। অফ পেজ এসইওর কোন বিষয় সম্পর্কে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এবং এসইও সম্পর্কে নতুন কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাইটের সাথে থাকবেন নতুন নতুন পোস্ট পেতে। আমার আর অন্যান্য পোস্ট:
স্টুডেন্টদের জন্য ইনকাম করার বেশ কয়েকটি উপায়
ধন্যবাদ