স্টুডেন্টদের জন্য ইনকাম করার বেশ কয়েকটি উপায়
- আপডেট সময় : 07:56:14 am, Wednesday, 30 March 2022 197 বার পড়া হয়েছে
আসসালামু আলাইকুম বন্ধুরা!
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আর আমি আল্লার রহমতে ভালো আছি।
আজকে আমি আলোচনা করব স্টুডেন্টদের জন্য বেশ কয়েকটি জব আইডিয়া নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক :
স্টুডেন্টদের জন্য ইনকাম করার বেশ কয়েকটি উপায়
১. T Shirt Design
এটি একটি জনপ্রিয় মাধ্যম অনলাইন থেকে ইনকাম করার। টি শার্ট দিয়ে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন আমরা যে টি-শার্টগুলো এখন পড়ে আছি সেগুলো কে ডিজাইন করছে নিশ্চয় মানুষ যাদেরকে মূলত কত দেখা যায় না দেখা যায় তাদের ডিজাইন গুলো।সো আপনি এই কাজগুলো করতে পারেন আর আপনার কি মনে হয় যে টি-শার্টের চল কি হারায়ে যাবে না টি-শার্টের চল কখনো হারাবে না কারণ মানুষ প্রতিদিন নতুন নতুন টি-শার্ট পড়তেই থাকবে। আর আপনি যে টি-শার্টগুলো ডিজাইন করবেন সেইগুলো টি-শার্ট আপনি অ্যামাজনের মার্চেন্ট নামে একটি ইভেন্ট তৈরি করেছে সেখানে আপনি আপনার ডিজাইন করা টি-শার্টটি সাবমিট করতে পারবেন খুব সহজেই এবং ওই ডিজাইন টি অ্যামাজনে যার যার পছন্দ হবে ওই টি-শার্ট টি সেটা অর্ডার দিলে আপনার একাউন্টে কমিশন জমা হবে মানে টাকা যোগ হবে সো বন্ধুরা আপনারা টি-শার্ট ডিজাইন করে অনেক টাকা ইনকাম বা লাইফ ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
২. Logo Design
আমাদের দেশে সাধারণত অনেকেই আছে যারা লোগো ডিজাইন করে মাসে অনেক টাকা ইনকাম করে আসলে আপনি বলতে পারেন অনলাইনে সবচেয়ে সহজ কাজ এটি আর এটি আপনি ঘরে বসে শিখে নিতে পারবেন ইউটিউব থেকে শেখার পর আপনি লোগো ডিজাইন মানুষকে তৈরী করে দিতে পারবেন এবং লোগো ডিজাইন আগে চলতেছিল এখনো চলতেছে কারন মানুষ দিন দিন নতুন নতুন ওয়েবসাইট তৈরি করতেই আছে আর প্রত্যেকটি ওয়েবসাইট এর মূল হল একটি লোগো কারণ প্রত্যেক ওয়েবসাইট এ একটি লোগো লাগবেই লাগবে তাই আপনি আপনার একটা facebook-এ পেজ তৈরি করতে পারেন এবং সেখানে অনেক কি আপনি লোগো তৈরি করে ইনকাম করতে পারেন। এছাড়া বিভিন্ন মার্কেটে তো আছেই যেখানে লোগোর চাহিদা অনেক বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে যাদের প্রতিনিয়ত লোগো ডিজাইন করা লাগে তামিল গাছটির শিখে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার ক্যারিয়ার সুন্দরভাবে গরতে পারবেন।
৩. Photo Editing
ফটো এডিটিং এডিটিং একটি জনপ্রিয় মাধ্যম এখান থেকে আপনি খুব সহজে ফটো এডিটিং করে টাকা ইনকাম করতে পারবেন এখানে বেসিক কিছু কাজ শিখেই ফটো এডিটিং এর কাজ শুরু করা যায়। এমন ফটো এডিটিং এর জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার ফটো এডিটিং করা ছবিটা সেখানে আপনি আপলোড দিতে পারেন এবং সেই ছবিটি যদি একজন বায়ার কিনতে চাই বা যদি কিনে নেই তাহলে আপনি সেখান থেকে কিছু টাকা বা কমিশন পাবেন আর এভাবে আপনি আপনার ফটো এডিটিং করা ফটোগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন।
৪. SEO
এটি মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি দিয়ে মূলত একটি ওয়েবসাইটকে গুগোল এর রেঙ্ক করানো হয় বা গুগোল এ প্রবেশ করানো হয় যাতে মানুষ যেকোনো জিনিস বা ঐ টপিক দিয়ে সার্চ দিলে খুব সহজেই সে গুগলে খুঁজে পায় এটিকে মূলত এসইও বলে। এইচএসসি কার জন্য মূলত কয়েকটি বিষয়ের উপর দক্ষতা থাকতে হয়
- কন্টাক্ট মার্কেটিং
- লিংক বিল্ডিং
- কনটেন্ট রাইটিং
- অনপেজ এসইও
- অফ পেজ এসইও
এসব বিষয় জানা থাকলে মোটামুটি এসইও নিয়ে কাজ করা যায়। আর অনেকে আছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরী করে কিন্তু এসইও করার মতো সময় থাকেনা তাই তারা বিভিন্ন ধরনের এসইও এক্সপার্ট দের এসইও এর কাজ গুলো দিয়ে থাকে আর এখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।এবং এই কাজটির মাধ্যমে আপনার ক্যারিয়ার বিল্ডাফ করতে সুবিধা হবে।
৫. WordPress
এটিও একটি খুব জনপ্রিয় মাধ্যম অনলাইন থেকে ইনকাম করার উপায় প্রতিদিন মানুষ নতুন নতুন ওয়েবসাইট তৈরী করতেই আছে কারণ অনেক মানুষ আছে যারা অনলাইনে মার্কেটিং করে এবং সেজন্য তাদের একটি ওযেবসাইট এর প্রয়োজন হয় তাই তারা তখন বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন টাকা ব্যয় করে থাকে। আর এখান থেকে আপনি বিভিন্ন মানুষকে ওয়েবসাইট তৈরী করে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। ওয়েবসাইট তৈরি করার বিভিন্ন ধরনের সাইট আছে সেগুলো থেকে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন এগুলো আপনি google-এ সার্চ করলেই দেখতে পারবেন ভালো ওয়েবসাইট পেয়ে যাবেন। এছাড়াও আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে ওয়াডপ্রেস এর কাজ গুলো শিখে নিতে পারেন।
তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকে এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাইটের সাথে
থাকবেন প্রতিদিন নতুন নতুন পোস্ট পেতে। আমার আর অন্যান্য পোস্ট:
যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন :
ধন্যবাদ